বিভক্তি দূর করে একটা ঐক্যবদ্ধ জাতি চাই: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটা কাজ খুব সফলভাবে করেছে। তা হলো জাতিকে বিভক্ত করা। এই বিভক্তি দূর করে একটা ঐক্যবদ্ধ জাতি চাই।
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপনের পর কালিবাড়ির নিজ বাস ভবনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকবে কিন্তু ঐক্য থাকবে মৌলিক বিষয়ে। এই ঐক্য রাখার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এবং সফলও হয়েছি।
তিনি আরও বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসন আমলে কতগুলো গার্বেজ তৈরি হয়েছে। এগুলো পরিস্কার সত্যিকার অর্থে ১৭ দিনেও সম্ভব নয়, ১৭ মাসেও নয়। তাই জাতি হিসেবে আমাদের এখন সহনশীল হতে হবে।
তিনি আরও বলেন, এখন যেটা মনে করি এবং এখন যেটা সবচেয়ে বেশি দরকার জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, আমাদের সহনশীল হতে হবে। ১৭ বছরে একটা জঞ্জাল, একটা গার্বেজ তৈরি হয়েছে এটা সত্যি কথা বলতে ১৭ দিনেও সম্ভব না, ১৭ মাসেও না। তাদের সময় দিতে হবে। তাদের প্রধান যে দায়িত্ব আমরা বারবার বলছি, সব সংস্কারে তাদের হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। নির্বাচিত যে পার্লামেন্ট আসবে তারা সে কাজগুলো করবে। এই সরকারের দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। সকলে যেন ভোট দিতে পারে। সকলে যেন অংশ নিতে পারে। আর ভোটের যে সিস্টেম আওয়ামী লীগ করে গেছে সেগুলো নির্মূল করা।
নতুন উপদেষ্টা নিয়োগে আন্দোলনের ছাত্র-জনতা ও রাজনীতিক দলগুলোর সঙ্গে সমন্বয় হয় কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, কাকে উপদেষ্টা নিয়োগ দেবে এটি নির্ভর করে প্রধান উপদেষ্টার উপর। এখানে রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করতে হবে বিষয়টি এমন নয়। তারা চাইলে করতেই পারে।