দেশের প্রতিটি পরিবার পাবে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’: তারেক রহমান

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
দেশের প্রতিটি পরিবার পাবে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’: তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল জনগণের ভোটে ক্ষমতায় আসার সুযোগ পেলে বাংলাদেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’ প্রদান করা হবে।

পরিবারের মা বা গৃহিণীর নামে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’ প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন

প্রাথমিকভাবে তৃণমূল থেকে জেলা পর্যায়ের সুবিধা বঞ্চিতরা এর আওতায় আসবেন এবং পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চার জন বিবেচনায় এ কার্ড বিতরণ করা হবে।’

তিনি আরো বলেন, এলাকার সকলেই এর প্রাপক হবেন বিধায় কোন প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধাবঞ্চিতদের জন্য এর প্রবর্তন করা হলেও পরবর্তীতে সকলেই এর প্রাপক হবেন।

আজ সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ‘গণসমাবেশ ও আন্দোলনে শহিদ পরিবার এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বক্তব্য দেন। এতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগ সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমের সভাপতিত্বে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, সহ  সাংগঠনিক সম্পাদক ওয়ারেজ আলী মামুন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে এই গণসমাবেশে গণতান্ত্রিক আন্দোলনে গুম-খুন, হামলায় আহত ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যরা তাদের ওপর নির্যাতনের বিশদ বর্ণনা  দেন।

বিকেল ৩ টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার আগে থেকেই মিছিল নিয়ে আসতে থাকেন দলটির নেতা-কর্মীরা। কিশোরগঞ্জ সদর, অষ্টগ্রাম, ইটনা, কটিয়াদী, ভৈরব, করিমগঞ্জ, বাজিতপুর, তাড়াইল, হোসেনপুর, পাকুন্দিয়া, কুলিয়ারচর, মিঠামইন, নিকলী এলাকার নেতা-কর্মীরা হাতে জাতীয় ও দলীয় পতাকা, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে তারা এ গণসমাবেশে যোগ দেন।

এ সময়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে কিশোরগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়াম এলাকাসহ এ শহরের প্রতিটি অলিগলি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজকে আমরা সকলে এই মাঠে একত্রিত হয়েছি, মুক্ত পরিবেশে কথা বলছি, ভয়হীন পরিবেশে আমরা কথা বলছি।  আজকে মঞ্চে ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনেছি, স্বজন হারানো মানুষের বক্তব্য শুনেছি। যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। ভয়হীন এই পরিবেশ তৈরি করার জন্য বিগত ১৭ টি বছর এদেশের মানুষের অপেক্ষা করতে হয়েছে। এই পরিবেশটির জন্য দেশের মানুষকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, প্রতিবাদ- প্রতিরোধ করতে হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে কিশোরগঞ্জ জেলাতে ১৭ জন মানুষকে আমরা হারিয়েছি, যারা আত্মত্যাগ করেছেন এই দেশের মানুষের অধিকারের জন্য। আন্দোলন-সংগ্রামে বাংলাদেশে হাজারো মানুষ শহিদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন গত ১৫-১৬ বছর ধরে।