পায়ে হেঁটে আসছেন বিএনপি নেতাকর্মীরা
দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ কিছুক্ষণের মধ্যে তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তাকে সংবর্ধনা জানাতে রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মঞ্চ এলাকায় ছুটে আসছেন। ইতিমধ্যেই লাখো মানুষের সমাগম ঘটেছে, এবং স্লোগান ও উত্তেজনায় পুরো এলাকা মুখরিত।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলবেঁধে হেঁটে বা বাস, ট্রাক, মোটরসাইকেল ব্যবহার করে নেতাকর্মীরা মঞ্চ ও বিমানবন্দরের দিকে যাচ্ছেন। সংবর্ধনা মঞ্চের সামনে ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
নেতাকর্মীরা পায়ে হেঁটেই পূর্বাচলে পৌঁছাচ্ছেন, যার ফলে শহরের সড়কে প্রচণ্ড ভিড় তৈরি হয়েছে।