1. হোম
  2. রাজনীতি

দেশের পথে তারেক রহমান

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
দেশের পথে তারেক রহমান
তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছর পর তার দেশের ফেরার এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।

ফ্লাইট ছাড়ার প্রায় চার ঘণ্টা আগে, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি লন্ডনের বাসা থেকে বের হন এবং বিকেল ৪টা ১৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা রয়েছে।

এই সফরে তারেক রহমানের সঙ্গে আরও রয়েছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা। পাঁচজনের বিমানের টিকিট বাবদ মোট ব্যয় হয়েছে ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৬ লাখ টাকা।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। এর মধ্যে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান একাধিকবার দেশে এলেও নানা কারণে তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি।

বিপি/ এএস