1. হোম
  2. রাজনীতি

আ. লীগের শাসন নিয়ে কড়া মন্তব্য জামায়াত আমিরের

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
আ. লীগের শাসন নিয়ে কড়া মন্তব্য জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ তিন দফায় ক্ষমতায় এসে দেশকে ছোপ ছোপ রক্ত ও কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের আয়োজিত ‘যুব ম্যারাথন’ উদ্বোধনের আগে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭২-৭৫, ১৯৯৬ এবং ২০০৯ সালে আওয়ামী লীগের শাসনকালে দেশের বিভিন্ন এলাকায় মানুষের ওপর নির্যাতন, মা-বোনদের ইজ্জত লুণ্ঠন এবং হত্যাকাণ্ড ঘটেছে।

 

তিনি আরও বলেন, স্বাধীনতার পর জনগণের স্বপ্ন বাস্তবায়ন হয়নি এবং আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষের ওপর নানা অন্যায় ঘটেছে।

জামায়াত আমির বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দেশের মানুষ আশা করেছিল সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে, কিন্তু শাসকগোষ্ঠী সেই আশা পূরণ করতে পারেনি। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে শত শত মানুষের লাশ মাঠে-ঘাটে পড়ে ছিল।’

ডা. শফিকুর রহমান যুবকদের উদ্দেশ্যে বলেন, অতীতের “বস্তাপচা রাজনীতি” বাদ দিয়ে নতুন, স্বাধীনতা ও সার্বভৌমত্বপন্থী রাজনীতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমরা শুধু দলের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়।

নির্বাচন কমিশনকে সতর্ক করে তিনি বলেন, কোনো পক্ষের প্রতি আনুকূল্য বরদাস্ত করা হবে না এবং শপথ অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব কমিশনকেই পালন করতে হবে।

বিপি/ এএস