1. হোম
  2. রাজনীতি

‘মুক্তিযুদ্ধকে একটি দল নিজেদের সম্পত্তি বানিয়েছিল’

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম
‘মুক্তিযুদ্ধকে একটি দল নিজেদের সম্পত্তি বানিয়েছিল’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধকে একটি দল নিজেদের সম্পত্তি মনে করে নিয়েছিল এবং দেশের বাকি মানুষকে দাসে পরিণত করা হয়েছিল। তিনি বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যের কারণেই এ দেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে এবং ১৯৭০ সালের নির্বাচনের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ১৯৪৭ সালের পর পূর্ব পাকিস্তানের সঙ্গে বৈষম্যের ফলে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তবে স্বাধীনতার পর শাসকগোষ্ঠী তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করা হয়, মৌলিক মানবাধিকার হরণ করা হয় এবং রক্ষী বাহিনীর নামে দমন-পীড়ন চালানো হয়। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে লাখো মানুষের মৃত্যুর কথাও তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগের শাসনামল নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় এসে তারা বারবার সহিংসতা ও দমননীতি চালিয়েছে। খুন, ধর্ষণ ও দুর্নীতির রাজনীতির কারণেই তাদের পালাতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে পুরোনো রাজনীতি পরিহার করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও দুর্নীতিমুক্ত নতুন রাজনীতির প্রয়োজন। যুব সমাজের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিপি/ এএস