বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা এবং মহাসচিব হয়েছেন ১৭তম ব্যাচের নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ।
এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
আজ রবিবার রাতে রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএএসএর সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ ও মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের কর্মকাল শেষ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নতুন কমিটি গঠিত হয়েছে। সভায় বিএএসএর ঢাকা ও আশপাশে কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন