মেয়াদ বাড়লো সংবিধান সংস্কার কমিশনের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম
মেয়াদ বাড়লো সংবিধান সংস্কার কমিশনের

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের কাজের মেয়াদ রাষ্ট্রপতির আদেশক্রমে আগামী ১৫ই জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত একটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘সরকার ৬ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩৩৪-আইন/২০২৪ দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে।’

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

জনপ্রতিনিধিত্ব, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশ করতে গত বছরের ৭ অক্টোবর তারিখে রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।