ইসির আরও ১৩ কর্মকর্তাকে বদলি
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ জানুয়ারি ২০২৫, ১১:২৩ পিএম
১৩ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে রয়েছে জেলা নির্বাচন পর্যায়ের পাঁচটি পদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের পাঁচটি পদ ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের তিনটি পদ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) পৃথক পাঁচ প্রজ্ঞাপনে ওই সকল পদে রদবদল করা হয়।
এর আগে গতকাল বুধবার ৬২টি পদে রদবদল করে ইসি। গত ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর এত বড় রদবদল হলো। এসব কর্মকর্তাদের অনেকেই দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত ছিলেন।