ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার

সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমীকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে এর পরিবর্তে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখত তারিখ থেকে ব্রিগেডিয়ার জেনারেল আজমীকে প্রযোজ্য সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ইতোপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ২৩ জুন জারি করা তাকে বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

সেনাবাহিনীতে মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন জেনারেল আজমী। কর্মজীবনে তিনি বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

২০১৬ সালের ২৩ আগস্ট নিখোঁজের পর চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পরেরদিন সন্ধান মেলে সাবেক এই সেনা কর্মকর্তার। সে সময় সংবাদ সম্মেলনে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহারে আইনি লড়াই করবেন বলে জানান তিনি।