মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
ঢাকার মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে মহাখালী মোড়-সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মহাখালী জনস্বাস্থ্য, আমতলী এবং রেলক্রসিং এলাকায় রিকশাচালকরা জড়ো হন। পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি।
বিষয়টি গুলশান ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। তারা এক পোস্টে জানিয়েছেন, অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রসঙ্গত, বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে ঢাকায়। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।