1. হোম
  2. জাতীয়

পরবর্তী ডিসি সম্মেলনের বিষয় সিদ্ধান্ত নেবে আগামী সরকার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
পরবর্তী ডিসি সম্মেলনের বিষয় সিদ্ধান্ত নেবে আগামী সরকার
ফাইল ছবি

আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত থাকায় এ মুহূর্তে ডিসি সম্মেলনের মতো বড় আয়োজন পরিকল্পনায় নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই পরবর্তী ডিসি সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, নির্বাচনে মাঠ প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় সরকার এখন পুরোপুরি নির্বাচন আয়োজনেই মনোযোগী। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন হওয়ার সম্ভাবনা নেই। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে কোনো প্রস্তুতিমূলক কাজও শুরু করা হয়নি।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বাংলা পোস্টকে বলেন, আগামী ডিসি সম্মেলন এখনো তাদের পরিকল্পনায় নেই। ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেবে বলে সরকার আশা করছে, তাই পরবর্তী ডিসি সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সেই সরকারই।

নির্বাচন সামনে রেখে সম্প্রতি দেশের ৫০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বেশিরভাগ ডিসি নতুন হওয়ায় তারা এখনো জেলার সমস্যা ও চ্যালেঞ্জগুলো পুরোপুরি বুঝে উঠতে পারেননি। এ অবস্থায় ফেব্রুয়ারি বা মার্চে ডিসি সম্মেলন আয়োজন উপযুক্ত সময় নয় বলেও মনে করছেন কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলা প্রশাসক বলেন, সম্প্রতি দায়িত্ব নেওয়ায় তারা এখন নির্বাচন প্রস্তুতিতেই বেশি ব্যস্ত। ডিসি সম্মেলন নিয়ে এখনো কোনো নির্দেশনা পাননি বলেও জানান তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

সাধারণত নীতি-নির্ধারক পর্যায়ের সঙ্গে মাঠ প্রশাসনের মতবিনিময় ও দিকনির্দেশনার জন্য প্রতি বছর ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিপি/আইএইচ