1. হোম
  2. জাতীয়

ভারতীয় ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতীয় ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু
ছবি: বাংলাপোস্ট

নিরাপত্তা জনিত কারণে সাময়িক বিরতির পর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে এই সেন্টারে নিয়মিত ভিসা আবেদন গ্রহণসহ অন্যান্য সেবা চালু হয়।

সকাল থেকেই ভিসা সেন্টারে আবেদন জমা নেওয়া ও আনুষঙ্গিক অন্যান্য কাজ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

বুধবারের আকস্মিক বন্ধের কারণে যারা আবেদন জমা দিতে পারেননি, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সেদিন যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় সুযোগ পাননি, তাদের পরবর্তী সময়ে নতুন একটি ‘স্লট’ দেওয়া হবে।

নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় গত বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কের এই ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছিল যে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ায় আজ থেকে ফের কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ ও ভারতের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। গত দুই দিনের ব্যবধানে দুই দেশের পক্ষ থেকেই একে অপরের হাইকমিশনারকে তলব করার মতো ঘটনা ঘটেছে। এমন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভিসা সেন্টারের নিরাপত্তা এবং কার্যক্রম পরিচালনা নিয়ে এই সতর্কতা নেওয়া হয়েছিল।