জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল
মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেছেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে, বিনম্র ভালোবাসা ও শ্রদ্ধায় শহীদদের স্মরণ করেন হাজারো মানুষ।
ভোর হওয়ার আগেই বিজয়ের আবহে মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। কুয়াশা ও হিমেল হাওয়া উপেক্ষা করে হাতে লাল-সবুজের পতাকা ও হৃদয়ে দেশপ্রেম ধারণ করে স্মৃতিসৌধে ছুটে আসেন নানা বয়সী মানুষ। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শিশুদের মাথায় জাতীয় পতাকা ও গালে আঁকা আল্পনা আরও রঙিন করে তোলে বিজয়ের আনন্দ। উপস্থিত অনেকেই অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারও করেন আগত দর্শনার্থীরা।
সার্বিকভাবে, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিণত হয় জাতির শ্রদ্ধা ও ঐক্যের এক অনন্য প্রকাশে।
বিপি/ এএস
আরও খবর
দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি
‘জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে’
নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা চালু
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
ভোটবাক্স ডাকাতরা দেশের দুশমন: প্রধান উপদেষ্টা