Daily Bangla Post

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ডের পথে আশিক চৌধুরী

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ডের পথে আশিক চৌধুরী
মহান বিজয় দিবসে হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাস্যুটিং করে একটি বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই দলে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্যারাস্যুটিং কার্যক্রমে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার অংশ নেবেন। বিজয় দিবসে আশিক চৌধুরী হাদির ছবি সংবলিত হেলমেট পরে জাম্প করে তার দ্রুত আরোগ্য কামনার বার্তাও তুলে ধরবেন।

এই আয়োজনের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং প্রদর্শনের সাক্ষী হবে বাংলাদেশ। এদিন বেলা ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে বিজয় দিবস উপলক্ষে বিশেষ ব্যান্ড শো।

বেলা ১১টা ৪০ মিনিটে প্যারাস্যুটিং কার্যক্রম শুরু হবে, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

বিপি/ এএস