দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকতে নির্দেশ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকতে নির্দেশ

সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখতে হবে। পাশাপাশি এসির প্লাগ খুলে রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে আগুনে ১৬ জনের মৃত্যু এবং পরদিন চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি তোয়ালে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এই সতর্কতা নির্দেশনা জারি করা হয়।