আমরণ অনশনে শিক্ষকরা, শিক্ষা উপদেষ্টাকে আলটিমেটাম

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম
আমরণ অনশনে শিক্ষকরা, শিক্ষা উপদেষ্টাকে আলটিমেটাম

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। একই সঙ্গে দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর  আবরারকে দুই দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। 

এ ছাড়া আজ মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে গিয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত ও শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি এ কথা জানান। তিনি বলেন, আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে যদি প্রজ্ঞাপন জারি না করে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে যে পরিস্থিতি সৃষ্টি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সারা দেশের শিক্ষক-কর্মচারীদের ঢাকা এনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে। 

সদস্য সচিব আরও জানান, সোমবার থেকে আন্দোলন আমরণ অনশনে উন্নীত হয়েছে; এ পর্যন্ত চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ করে দেলোয়ার হোসেন আজীজি বলেন, আমরা তাঁর (উপদেষ্টা) সিদ্ধান্ত মানি না। যদি তিনি আমাদের দাবি মানতে না পারেন, তাহলে তাঁকে মন্ত্রণালয় ছাড়তেই হবে। আমরণ অনশনের কোনো প্রাণহানির ঘটনা ঘটলে দায়দায়িত্ব তাঁর ওপরই বর্তাবে।