টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম
টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাহাব উদ্দিন সরকার রোডের এক গলিতে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর জিহাদ তার মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে কলেজের ফি পরিশোধ করতে বের হন। পথে ছিনতাইকারীরা তাকে আটকায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলেও ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গভীর রাতে এরশাদ নগর এলাকা থেকে চারজনকে আটক করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, “ছুরিকাঘাতে জাহিদুল নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”