জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে: শিল্প উপদেষ্টা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৬ আগস্ট ২০২৫, ০৪:২৪ পিএম
জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে: শিল্প উপদেষ্টা
ছবি : সংগৃহীত

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনলোজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের সেমিনারে একথা বলেন তিনি। 

এ সময়, দেশের বেসরকারি খাতে জাহাজ নির্মাণ শিল্পের উন্নতি হচ্ছে এবং আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করে বাংলাদেশ তা রপ্তানিও করছে বলে জানান শিল্প উপদেষ্টা।

তিনি বলেন, পোশাক শিল্পের পর রপ্তানির আরেকটি বড় খাতে পরিণত হওয়ার সম্ভাবনা জাহাজ নির্মাণ শিল্পের।