জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান ড. আলী রীয়াজের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ মে ২০২৫, ১২:৪২ পিএম
জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান ড. আলী রীয়াজের
ছবি : সংগৃহীত

সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

সোমবার (১২ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে সংলাপ শুরুর আগে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ৫৩ বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্খা ব্যর্থ হয়েছে বারবার।
  
২৪ এর অভ্যুত্থানের পর সেই আকাঙ্খা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা ধরে রাখতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ বলেও জানান তিনি।
 
সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা জানান, সংস্কারে সমাজতন্ত্রের রুপরেখা থাকা উচিত।
 
তারা মনে করেন, এদেশের খেটে মানুষর অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই।