দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও'র দুর্নীতির খোঁজে দুদকের অনুসন্ধান শুরু

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পিএম
দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও'র দুর্নীতির খোঁজে দুদকের অনুসন্ধান শুরু
ছবি : সংগৃহীত

দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও'র দুর্নীতির খোঁজে গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, গণমাধ্যমে আসা দুই উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে।

ওই দুই কর্মকর্তা হলেন-অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী।
 
এর আগে এদিন মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে গণমাধ্যমে আসা শত কোটি টাকার তদবির বাণিজ্যের বিরুদ্ধে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

পরে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে সংস্থাটির সেগুনবাগিচা কার্যলয়ের সামনে বিক্ষোভও করেন দলটির নেতা-কর্মীরা।

এসময় সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৬ সদস্যের প্রতিনিধি দল সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতার করতে ১৫ দিনের আলটিমেটাম দেয়।