চীন সফরে বাণিজ্য ঘাটতি অনেকটা দূর হয়েছে: খলিলুর রহমান

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ মার্চ ২০২৫, ০৩:৪৬ পিএম
চীন সফরে বাণিজ্য ঘাটতি অনেকটা দূর হয়েছে: খলিলুর রহমান
ছবি : সংগৃহীত

চীনের সঙ্গে যে বাণিজ্য ঘাটতি ছিল, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরে তা অনেকটা দূর হয়েছে।

রবিবার (৩০ মার্চ) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে এই সফরের মধ‍্য দিয়ে। পানি সম্পদ এবং শিল্পায়নে জোর দেয়া হয়েছে। ড. ইউনূস আগামী ৫০ বছরে পানির যেই চাহিদা, তা পূরণে প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন। চীন সাহায্য করার কথা জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা চীনা প্রতিষ্ঠানগুলো যেন বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন সেই প্রস্তাব জানিয়েছে। যা চীনা প্রেসিডেন্ট গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। রোহিঙ্গা ইস‍্যুতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
 
চীন সফর বাণিজ্যের চাবি খুলে দিয়েছে উল্লেখ করে খলিলুর বলেন, ‘আমাদের যেই বাণিজ্য ঘাটতি রয়েছে, তা এই সফরের মধ‍্য দিয়ে অনেকটাই দূর হয়েছে। ১ বিলিয়ন আরএমবির একটি চুক্তি হয়েছে। তিস্তা প্রকল্প নিয়েও চীন আগ্রহ দেখিয়েছে।’
 
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা
 
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘চীনের শতাধিক কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম। আগে উন্নয়নগুলো ছিল লোন কেন্দ্রিক। এবারের সফরে আমাদের টার্গেট ছিল ইনভেস্টমেন্ট কেন্দ্রিক। এতে করে কাউকে টাকা ফেরত দেয়া লাগবে না, আমাদের টাকা আমাদের এখানেই থাকবে।’
 
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সফর ছিল। চীন সফরের অন‍্যতম উদ্দেশ্য ছিল চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো।’