কারামুক্ত মাহমুদুর রহমান

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৩ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম
কারামুক্ত মাহমুদুর রহমান

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় তাকে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কারা ফটকে জড়ো হন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কাশিমপুর কারাগার পার্ট-২ কারাগার থেকে তিনি বের হন বলে জানান জেলার আমিরুল ইসলাম।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় মাহমুদুর রহমানকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আস- সামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন। একই মামলায় গত ২৯ সেপ্টেম্বর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আরেকটি আদালত।

ওই দিনই সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছিলেন। এ সময় মাহমুদুর রহমানও জামিন আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিন আবেদন নামঞ্জুর করে শুনানি শেষে তাকে আটক রাখার আদেশ দেন।

অভিযোগে বলা হয়, ২০১১ সালে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করে।
A