৭২ আরোহী নিয়ে রাশিয়াগামী উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত
কাজাখস্তানের কর্মকর্তারা বলছেন, অন্তত ছয় জনকে জীবিত উদ্ধার করা গেলেও বহু মানুষ হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।
আজারবাইজানের বাকু থেকে যাত্রী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।
কাজাখস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে স্কাইনিউজের খবরে বলা হয়েছে, বুধবার আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজের আগুন নেভানোর চেষ্টা করছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।
সেখান থেকে অন্তত ছয় জনকে জীবিত উদ্ধার করা গেলেও বহু মানুষ হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।
কাজাখ সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ১০৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন ওই উড়োজাহাজে। তবে স্কাই নিউজ লিখেছে, আরোহী ছিলেন ৭২ জন। আজারবাইজান এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
রাশিয়ার সংবাদমাধ্যমগুলো লিখেছে, বাকু থেকে গ্রজনির উদ্দেশ্যে ছেড়ে আসার পর কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করেছিল উড়োজাহাজটি। পরে আকতাউ বিমানবন্দরের কাছে সটি বিধ্বস্ত হয়।