প্লেনের ভেতর সাপ, ২ ঘণ্টা দেরিতে ছাড়লো ফ্লাইট

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ জুলাই ২০২৫, ০৪:২২ পিএম
প্লেনের ভেতর সাপ, ২ ঘণ্টা দেরিতে ছাড়লো ফ্লাইট
ছবি : সংগৃহীত

প্লেনের ভেতর সাপ থাকার কারণে ভার্জিন অস্ট্রেলিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইট দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ জুন), তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় বুধবার।

এদিন ফ্লাইট ভিএ৩৩৭ মেলবোর্ন থেকে ব্রিসবেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু যাত্রী ওঠার সময় প্লেনের কার্গো হোল্ডে একটি সবুজ রঙের সাপ দেখতে পান পেশাদার সাপ ধরার বিশেষজ্ঞ মার্ক পেলে। প্রায় ৬০ সেন্টিমিটার (২ ফুট) দৈর্ঘ্যের সাপটি প্রথমে বিষধর মনে হলেও পরে নিশ্চিত হওয়া যায় এটি একটি নিরাপদ ‘গ্রিন ট্রি স্নেক’।


পেলে বলেন, আলো কম থাকায় শুরুতে মনে হয়েছিল বিষধর। দেখতে ভয়ংকর লাগছিল। তবে ধরার পর বুঝি এটি ক্ষতিকর নয়।

তিনি জানান, সাপটি কার্গো হোল্ডের একপাশে আংশিক লুকানো ছিল এবং যেকোনো সময় প্লেনের ভেতরের অংশে ঢুকে যেতে পারতো। সে কারণে তিনি বিমানকর্মী ও একজন প্রকৌশলীকে সতর্ক করে বলেন, সাপটি না ধরতে পারলে পুরো প্লেন খালি করে প্লেনের কিছু অংশ খুলে ফেলা লাগতো।

‘ভাগ্য ভালো, আমি প্রথম চেষ্টাতেই ধরতে পেরেছি। না হলে হয়তো এখনো একটা বোয়িং ৭৩৭ প্লেনের ভেতর খুঁজে বেড়াতে হতো,’ বলেন তিনি।

ভার্জিন অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনার কারণে ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে।

পেলে ধারণা করছেন, সাপটি আগের ব্রিসবেন-মেলবোর্ন ফ্লাইটে কোনো যাত্রীর ব্যাগে করে এসেছিল এবং পরে পালিয়ে যায়।
তবে কোয়ারেন্টাইন নীতির কারণে সাপটিকে আবার বনে ছেড়ে দেওয়া সম্ভব নয়। সংরক্ষিত প্রজাতির এই সাপকে মেলবোর্নের এক পশু চিকিৎসকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি এটি লাইসেন্সপ্রাপ্ত সাপ পালনকারীর কাছে পুনর্বাসনের ব্যবস্থা করবেন।