বিএফআইডিসির অবৈধ দখলকৃত ১৫৫ একর জমি উদ্ধার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের জবরদখলকৃত ১৫৫ দশমিক ৯ একর জমি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জোনের রামু রাবার বাগানের ১৬ একর, রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের এক দশমিক ৫০ একর, দাঁতমারা রাবার বাগানের দশমিক ১০ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার বাগানের ১১ একর জমি উদ্ধার হয়েছে।
আজ বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জোনের রূপাইছড়া রাবার বাগানের ২৩ দশমিক ৭৪ একর জমিও উদ্ধার করা হয়েছে।
এর আগে ডাবুয়া রাবার বাগানের ১০ একর, কাঞ্চননগর রাবার বাগানের ১৩ একর ও রাঙ্গামাটিয়া রাবার বাগানের ১৮ দশমিক ৭৫ একর জমি জবরদখলমুক্ত করা হয়।
বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ জানিয়েছেন, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় এ সকল জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এ জমিতে রাবার বাগান সৃজনের কাজ চলছে। এ ধরনের জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।