সেন্টমার্টিন নিয়ে বিভিন্ন বিধি-নিষেধ কার্যকর নভেম্বরের আগেই
পর্যটকের ভার আর সইতে পারছে না দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। প্রায় আড়াইশ বছর আগের ঐতিহ্যের এ দ্বীপে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আগামী পর্যটন মৌসুম শুরুর আগে অর্থাৎ নভেম্বরের আগেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (৭ অক্টোবর) সেন্টমার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত করা এবং সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশের তিনটি পর্যটন স্পট- সেন্টমার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (একবার ব্যবহারযোগ্য) ব্যবহার মুক্ত করার কাজটা শুরু করবো। এটা একদিনে হবে না। কিন্তু আমরা কাজটা শুরু করবো।
তিনি বলেন, এই প্রবাল দ্বীপ আর বাংলাদেশে কোথাও নেই। এখানে বেশ কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী, পাখি, কাছিম এবং স্তন্যপায়ী প্রাণী আছে। খুবই ছোট এই দ্বীপ। এটাকে আমরা কীভাবে রক্ষা করতে পারি সেজন্য সরকার কিছু কাজ আগেই করেছে।