গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫: সঙ্গীতের সেরা পুরস্কার বিজয়ীরা

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম
গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫: সঙ্গীতের সেরা পুরস্কার বিজয়ীরা

গত ২ ফেব্রুয়ারি মহা আড়ম্বরে পর্দা নামল সঙ্গীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব, গ্র্যামি অ্যাওয়ার্ডস। বিশ্বনন্দিত সঙ্গীতজ্ঞদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরিনা। হু সমাদৃত বার্ষিক এই উৎসবের ৬৭তম আসরে মোট ৯৪টি বিভাগে পুরস্কৃত করা হয়েছে সঙ্গীতশিল্পীদের। চলুন, গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫ আসরের গুরুত্বপূর্ণ কিছু বিভাগে মনোয়নপ্রাপ্ত ও বিজয়ীদের সম্পর্কে জেনে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ কিছু বিভাগে মনোয়নপ্রাপ্ত ও বিজয়ীদের সম্পর্কে জেনে নেওয়া যাক।

২০২৫-এর গ্র্যামির আসরে মুকুটধারী সঙ্গীত তারকারা
আনুষ্ঠানিকভাবে মনোয়ন প্রকাশের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বিয়ন্সে। কেননা এবার মোট ১১টি ক্যাটাগরিতে নাম আসে ইতোমধ্যে ৩২টি গ্র্যামি পুরস্কার জেতা এই তারকার। এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গ্র্যামি মনোয়নপ্রাপ্ত নারী সঙ্গীতশিল্পী।

কিন্তু বহুল কাঙ্ক্ষিত পর্ব শুরুর পর পুরো দৃশ্যপট পাল্টে যায়। সবাইকে হতবাক করে দিয়ে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতে নেন ৭ ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্ত র‌্যাপ সঙ্গীতশিল্পী কেন্ড্রিক লামার। তার ‘নট লাইক আস’ শিরোনামের একটি গানই মোট ৫টি পুরস্কারের খেতাব পেয়ে যান। এগুলো ছিল- ‘বর্ষসেরা রেকর্ড’, ‘বর্ষসেরা গান’, ‘সেরা র‌্যাপ গান’, ‘বেস্ট র‌্যাপ পারফর্মেন্স’ এবং ‘বেস্ট মিউজিক ভিডিও’।

বিয়ন্সে ছাড়াও এই বিভাগগুলোতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দ্য বিটল্স ব্যান্ড, বিলি আইলিশ, টেইলর সুইফ্ট, লেডি গাগা, ব্রুনো মার্স, ও এমিনেমের মতো শিল্পীরা।

তালিকার দ্বিতীয় অবস্থানটি ছিল আরও বিস্ময়কর! প্রথমবারের মতো গ্র্যামির চারটি বিভাগে মনোনয়ন পেয়ে সবগুলোই জিতে নেন সিয়েরা ফেরেল। তার ৪র্থ অ্যালবাম ‘ট্রেইল অফ ফ্লাওয়ার্স’ ‘বেস্ট আমেরিকানা অ্যালবাম’ হিসেবে ভূষিত হয়। অ্যালবামটির ‘অ্যামেরিকান ড্রিমিং’ গানটি ‘বেস্ট আমেরিকান রুট্স সং’ এবং ‘বেস্ট আমেরিকানা পারফর্ম্যান্স’ হিসেবে পুরস্কৃত হয়। একই অ্যালবামের ‘লাইটহাউজ’ শিরোনামের গানটি ঘোষিত হয় ‘বেস্ট আমেরিকান রুটস পারফর্ম্যান্স’ ক্যাটাগরিতে।

বিয়ন্সের দখলে মনোনয়নের তুলনায় পুরস্কারের সংখ্যা ছিল অনেক কম; মাত্র ৩টি। কিন্তু এই স্বল্পতা ইতোমধ্যে তার অর্জিত সর্বোচ্চ সংখ্যক গ্র্যামি পুরস্কার রেকর্ডের এতটুকু হেরফের করেনি। বরং ৩৫টি গ্র্যামি ট্রফি নিয়ে তিনি এখনও নারী ও পুরুষ উভয় সঙ্গীতশিল্পীদের তালিকার শীর্ষে রয়েছেন।

তার ৮ম অ্যালবাম ‘কাউবয় কার্টার’ ২০২৫-এর সেরা অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছে। ইতোপূর্বে সর্বাধিক পুরস্কারের রেকর্ডধারী হলেও কখনোই ‘বর্ষসেরা অ্যালবাম’-এ নাম আসেনি বিয়ন্সের। এই সফলতা এবারই প্রথম।

‘কাউবয় কার্টার’-এর জন্য তিনি ‘বেস্ট কান্ট্রি অ্যালবাম’ও জিতেন। এছাড়া মাইলি সাইরাসের সঙ্গে ‘টু মোস্ট ওয়ান্টেড’ গানটির জন্য তিনি ‘বেস্ট কান্ট্রি ডুয়ো/গ্রুপ পারফর্মেন্সের খেতাব পান।

ইংলিশ সঙ্গীত শিল্পী চার্লি এক্সসিএক্স-এর এবারই ছিল প্রথম গ্র্যামি যাত্রা। আর এই অভিষেকেই তিনি ৮টি মনোনয়ন থেকে ৩টি পুরস্কার দখল করে নেন। তার ৬ষ্ঠ অ্যালবাম ‘ব্র্যাট’ তাকে ‘বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম’ এবং ‘বেস্ট রেকর্ডিং প্যাকেজ’ জিতিয়ে দেয়। অ্যালবামটির ‘ভন ডাচ’ গানটির জন্য তিনি ‘বেস্ট ড্যান্স পপ রেকর্ডিংয়ের পুরস্কারে ভূষিত হন।

৪টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে তিনটিই জিতে নেন সেন্ট ভিন্সেন্ট। তার ৭ম অ্যালবাম ‘অল বর্ন স্ক্রিমিং’ ‘বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবামের’ জন্য নির্বাচিত হন। অ্যালবামটির ‘ব্রোকেন ম্যান’ গানটি ‘সেরা রক গান’ এবং ‘ফ্লি’ গানটি ‘বেস্ট অল্টারনেটিভ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে পুরস্কৃত হন।

ছয়টি মনোনয়নের দুইটিতে বিজয়ী হন চলচ্চিত্রের পরিচিত মুখ সাবরিনা কার্পেন্টার। তার ৬ষ্ঠ অ্যালবাম ‘শর্ট অ্যান্ড সুইট’ ‘বেস্ট পপ ভোকাল অ্যালবামের’ পুরস্কার পায়। অ্যালবামের ‘এস্প্রেসো’ গানটি ‘বেস্ট পপ সলো পারফর্মেনেসর’ খেতাব লাভ করেন।

অ্যামেরিকান গস্পেল সঙ্গীতশিল্পী সিসি উইন্যান্স তিনটি মনোনয়নের মধ্যে জয় পান দুইটিতে। তার ‘দ্যাটস মাই কিং’ গানটি ‘বেস্ট কন্টেম্পরারি খ্রিশ্চিয়ান মিউজিক পারফর্ম্যান্স/সং’-এর খেতাব পান। আর তার ‘মোর দেন দিস’ অ্যালবামটি পুরস্কার পায় ‘বেস্ট গস্পেল অ্যালবাম’ ক্যাটাগরিতে। এতে তার অর্জিত মোট গ্র্যামি পুরস্কার সংখ্যা দাড়ায় ১৭। সেই সঙ্গে সর্বাধিক নারী গ্র্যামি জয়ীদের তালিকায় জনপ্রিয় বৃটিশ সঙ্গীতশিল্পী অ্যাডেলকে পেছনে ফেলে তিনি পঞ্চম স্থানে চলে আসেন।

সবচেয়ে বেশি মনোনয়নের দিক থেকে বিয়ন্সের পরেই চার্লি এক্সসিএক্স-এর সঙ্গে যুগ্মভাবে ছিলেন র‍্যাপার পোস্ট ম্যালোন। ৮টি মনোনয়নের কোনোটিই তিনি ঘরে তুলতে পারেননি। একইভাবে বিলি আইলিশকেও ৭টি বিভাগের মনোনয়ন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

একই দশা জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেইলর সুইফ্টেরও। ৬টিতে মনোনয়ন পেলেও সবগুলোই তার হাতছাড়া হয়েছে। এগুলোর মধ্যে ‘বর্ষসেরা অ্যালবামের’ জন্য লড়েছিল তার ১১-তম অ্যালবাম ‘দ্যা টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’। গ্র্যামির ইতিহাসে ‘বছরের সেরা অ্যালবাম’ বিভাগে এ নিয়ে তিনি ৭বার মনোনীত হলেন, যেখানে পূর্বে তিনি চারবার জিতেছিলেন। এর মাধ্যমে তিনি গ্র্যামির একই ক্যাটাগরিতে সর্বাধিক মনোনয়ন পাওয়া নারী সঙ্গীতশিল্পী হওয়ার রেকর্ড করলেন।

এবারের তালিকায় অভূতপূর্ব এক সংযোজন ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্মিত গান ‘ন্যাউ অ্যান্ড দেন’। এর জন্য ‘বেস্ট রক পারফর্মেন্স’ পুরস্কার জিতে বিখ্যাত ব্যান্ড দল বিটলস।

অন্যান্য শিল্পী যারা মনোনয়নের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে রয়েছে চার্লি এক্সসিএক্সসহ আটজন।

কলাম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা এবারের আসরে ‘বেস্ট ল্যাটিন পপ অ্যালবাম’ পুরস্কার লাভ করেন। এর নেপথ্যে ছিল ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ শিরোনামের তার ১২-তম অ্যালবাম। এ নিয়ে তার ৪র্থ বারের মতো গ্র্যামি জয়।

এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার গ্র্যামি বিজয়ীরা হলেন-

‘বেস্ট র‌্যাপ অ্যালবাম’- দোয়েচির ‘অ্যালিগেটর বাইটস নেভার হিল’

‘বেস্ট রক অ্যালবাম’- দ্য রোলিং স্টোন্সে হ্যাকনি ডায়মন্ডস

‘সেরা নতুন সঙ্গীতশিল্পী’- ‘চ্যাপেল রোয়ান’

‘বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফর্ম্যান্স’- লেডি গাগা ও ব্রুনো মার্স-এ ‘ডাই উইথ এ স্মাইল’

পরিশিষ্ট
২০২৫-এর গ্র্যামি অ্যাওয়ার্ড-এ সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন র‍্যাপার কেন্ড্রিক লামার। সর্বাধিক মনোনয়নের মাধ্যমে সবার নজর কাড়লেও জয়ের ক্ষেত্রে বেশ পিছিয়ে ছিলেন বিয়ন্সে। সেখানে গ্র্যামিতে প্রথম উপস্থিতিতেই মনোনয়নের সবকটি বিভাগ জিতে বাজিমাত করে দিয়েছেন সিয়েরা ফেরেল। বছর সেরা অ্যালবামের ৭বার গ্র্যামি মনোনয়ন নিয়ে একমাত্র নারী সঙ্গীতশিল্পীর রেকর্ডে পৌঁছলেন টেইলর সুইফ্ট। বিশ্বের ১ম এআই গান বিটল্সের ‘ন্যাউ অ্যান্ড দেন’ ছিল এ আসরের অন্যতম আকর্ষণ। সর্বসাকূল্যে, জমকালো আয়োজনে পুরো উদযাপনটি প্রতিফলিত করেছে সঙ্গীত শিল্পের পরিবর্তনের ধারাকে।