সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন ফারুকী

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ নভেম্বর ২০২৪, ১০:৫৯ এএম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন ফারুকী
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেন তিনি। পরে দফতর পুনর্বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশিত হলে জানা যায় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয় একই মাসের ৮ তারিখ। এবার সেই সরকারের সদস্য হিসেবে যুক্ত হলেন প্রখ্যাত এই চলচ্চিত্র পরিচালক।

অভ্যুত্থানের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’–খ্যাত এই নির্মাতা। ফেসবুকে প্রতিদিনের নানা ঘটনা নিয়ে অকপটে নিজের মতামত জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও সমসাময়িক নানা বিষয়ে অন্তর্জালে সরব ছিলেন তিনি।