সত্যিই কি বিপিএলে গাইছেন জেমস?
বিপিএল'র এই আসরকে কেন্দ্র করে রাখা হয়েছে নানান জাঁকজমক আয়োজন। শোনা যাচ্ছে, একাধিক আন্তর্জাতিক তারকারা নাকি এবার মঞ্চ মাতাবেন বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও গুঞ্জন উঠেছে, পাকিস্তানের রাহাত ফতেহ আলী খান ও বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমসও নাকি থাকছেন তালিকায়। আর সে থেকে বেড়ে যায় ভক্তদের প্রত্যাশা।
অবশ্য জেমস এর পারফর্মেন্স এর বিষয়টি সত্যি নাকি গুজব, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কিন্তু জেমস ভক্তদের জন্য দুঃসংবাদ যে, আদতে বিপিএল এর অনুষ্ঠানে পারফর্ম করছেন না জেমস। অর্থাৎ, জেমস পারফর্ম করবেন, এমন গুঞ্জন উঠলেও তা গুজব।
এ বিষয়ে জেমসের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন তার ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বিপিএল কর্তৃপক্ষ। কেউ ইচ্ছাকৃত ভাবে গুজব ছড়াচ্ছে বলে দাবি তার।
উল্লেখ্য, ২০২৩ সালে বিপিএলের সমাপনী অনুষ্ঠানে পারফরম করেছিলেন জেমস। তুমুল জনপ্রিয় এই গায়ক মঞ্চে উঠতেই মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।