রাজনীতি প্রসঙ্গে যা বললেন কনকচাঁপা

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম
রাজনীতি প্রসঙ্গে যা বললেন কনকচাঁপা

ঢাকাই চলচ্চিত্রে তিন দশকের ক্যারিয়ারে সুরের মায়াজাল ছড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সংগীতচর্চার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন সরব।

অনুরাগীদের সঙ্গে প্রায়ই নানা রেসিপি প্রস্তুতের ভিডিও শেয়ার করেন কনকচাঁপা। সম্প্রতি এক ভিডিওতে তিনি শিল্পীদের রাজনীতি নিয়ে কথা বলেছেন। সেখানে কনকচাঁপা বলেন, কনকচাঁপা হালুয়া রুটির তোয়াক্কা করে না।

তিনি বলেন, অনেক মানুষই বলে, শিল্পীদের নাকি রাজনীতি করা ঠিক নয়। এ কথাটি আসলে ভুল নয়? আমি কি শুধুই বিনোদন দিতে পৃথিবীতে এসেছি। আমি মানুষের সেবা করতে চাই।

জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কনকচাঁপা বলেন, আমি বিলাসী জীবনযাপন করলাম এবং অমর হয়ে মরে গেলাম বা মরে গিয়ে অমর হলাম – এ রকম জীবন আমি চাই না। আমি মানুষের পাশে থাকতে চাই। মানুষের পাশে থাকার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা বড় ব্যাপার।