‘কুইন্টাল কুইন্টাল পানি’ মন্তব্য নিয়ে রচনাকে শ্রীলেখার খোঁচা

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
‘কুইন্টাল কুইন্টাল পানি’ মন্তব্য নিয়ে রচনাকে শ্রীলেখার খোঁচা

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হুগলির বলাগড়ের বিস্তীর্ণ এলাকা। বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়। তাকে পেয়েই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন এলাকাবাসী।

স্থানীয়রা রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানান, বড় বড় নেতারা কেন জানেন না, যে বস্তা দিলে থাকবে না। নিজেরা ইনকাম করেছে, আমাদের জন্য কিছু করেনি।

পরিস্থিতি সামাল দিতে ল্যাজেগোবরে অবস্থা হয় রচনার। শেষে দায় ঝেড়ে ফেলতে মমতার সুরেই কথা বলেন দিদি নম্বর ১।

চাঁদরা মিলনগর, চর খয়রামারিসহ ভাঙন ও বন্যাকবলিত এলাকা ঘুরে দেখে বেফাঁস মন্তব্য করে বসেন রচনা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলে বসেন, সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছে। কুইন্টাল কুইন্টাল পানি বেরিয়ে আসছে। মানুষের বাড়ি ঘর কিচ্ছু নেই। সবাই রাস্তায় চলে এসেছে। আর ওরা বলছে নাকি জানিয়ে পানি ছেড়েছেন। সত্যিটা কী আমাদের এই মুহূর্তে জানা নেই।

রচনার এই মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই নিয়েই এবার তারকা সাংসদকে খোঁচা দিলেন শ্রীলেখা। নেটমাধ্যমে রচনার বক্তব্য নিয়ে ছড়িয়ে পড়েছে মিম।

শ্রীলেখা কারও নাম না করেই শিক্ষা দিলেন দিদি নম্বর ১-কে। তিনি ফেসবুকের দেওয়ালে লেখেন, ‘এক কুইন্টাল = ১০০ কেজি, এমনি বললাম’।

শ্রীলেখার পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা। একজন লেখেন, 'জলে-ওলে' আদর্শ সমীকরণ'। অপর একজন লেখেন, ‘রচু-নচু সংস্কৃতির জয়। জয় বিশ্ববাংলা’।