মানবতা শেখাতে ব্যর্থ হলে সন্তানরা ভালো পৃথিবীতে বড় হবে না: সালমান মুক্তাদির


ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যা প্রসঙ্গে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির।
সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে সকালে একটি হৃদয়স্পর্শী স্ট্যাটাস দেন সালমান। যার প্রশংসা করছেন নেটিজেনরা।
সালমান তার ফেসবুক পোস্টে লেখেন, আজ আমাদের মেয়ে স্কুলের জন্য প্রস্তুত হয়েছিল। তবে আমরা তাকে স্কুলে যেতে দেইনি। তার পরিবর্তে দিশা তাকে নিয়ে বসে আজকের পরিস্থিতি নিয়ে আলোচনা করল। ফিলিস্তিনি শিশুদের ছবি দেখিয়ে তাদের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করল। কথা বলার পরে আমারা বলল, সে খুব খুশি যে এই আলোচনা হয়েছে এবং আরও জানতে চায়।
সালমান এরপর লেখেন, এর মানে এই নয় যে, যারা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছেন তারা ভুল কিছু করেছেন। তবে আমি শুধু এই দিকটাতে মনোযোগ দিতে চাই যে, শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে স্কুল শেষে যখন তারা ফিরে আসবে, চেষ্টা করুন তাদের সাথে কিছু কথা বলার। তাদেরও আজকের আন্দোলনে তাদের নিজস্ব উপায়ে অংশগ্রহণ করতে দিন।
সবশেষে তিনি লেখেন, যদি আমরা আজ আমাদের সন্তানদের সহানুভূতি এবং মানবতা শেখাতে না পারি, তবে তারা কখনোই আগামীতে একটি ভালো পৃথিবীতে বড় হবে না, যখন পৃথিবী মানবতার মূল্য ভুলে যাবে। আর আমরা এরইমধ্যে দেখতে পাচ্ছি, আজকের দিনে মানবতাসম্পন্ন মানুষ হওয়া কতটা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে এমন একটি হৃদয় দান করুন, যে হৃদয় মানুষের জন্য অনুভূতি অনুভব করতে পারে।
প্রসঙ্গত, মানবতা ভূলুণ্ঠিত হয়ে ফিলিস্তিন আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। এ মুহূর্তে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে নৃশংস বর্বরতা। ইসরাইল ও হামাসের মরণযুদ্ধের নৃশংসতায় দেশটিতে প্রতিদিনই মৃত্যুবরণ করছেন নিরীহ শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সবাই।