এসএসসির সূচিতে ফের পরিবর্তন, এবার পেছালো গণিত পরীক্ষা


আগামী ২০ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে। ওইদিন এসএসসির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সমালোচনার মুখে সেই পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, গণিত পরীক্ষা একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল।
বুধবার (১৯ মার্চ) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় এসএসসির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। সেবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। প্রথম প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ওইদিন বৈসাবি উৎসব থাকায় রুটিন পরিবর্তনের দাবি জানান পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা। তাদের দাবির মুখে ১৩ এপ্রিলের পরিবর্তে ১৩ মে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
গত ১২ ডিসেম্বর প্রথম দফায় এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’। তাতে ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলার কথা ছিল। দুই দফা সংশোধনীর পর এখন সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৫ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, চলবে ২২ মে পর্যন্ত।
চলতি বছর সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন।