বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চায় বিএসইসি

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চায় বিএসইসি
ছবি: সংগৃহীত

পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতিসহ অর্থনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।

পুঁজিবাজারের অনিয়ম ঠেকাতে  নজরদারি ব্যবস্থা (সারভেইল্যান্স) নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কথা নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রোববার (২২ সেপ্ট্বম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে  বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এটি ২০১২ সালে ইনস্টল করা সফওয়ার, যেটাকে আপডেট করা দরকার। যেটার টেকনিক্যাল সহয়তা আমরা বিশ্বব্যাংকের কাছে চেয়েছি।

গভর্ন্যান্স আগে নিজেদের মধ্য থেকেই শুরু করতে চাচ্ছি। যেন জবাব্দিহিহিতার জায়গা তৈরি হয়। প্রয়োজন হলে আমরা বিশ্বব্যাংকের সহায়তা নেবো। এটার বিষয়েও তাদের সঙ্গে কথা হয়েছে।