আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে: আলী ইমাম

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ জুলাই ২০২৫, ০৩:০৭ পিএম
আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে: আলী ইমাম
ছবি : সংগৃহীত

চলতি বছরের আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা আলী ইমাম বলেন, আগামী আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে। এ কর্মসূচি ৬ মাস পর্যন্ত চলবে।

খাদ্য উপদেষ্টা জানান, এ কর্মসূচির আওতায় আগামী ৬ মাস ৫৫ লাখ পরিবারকে কেজি প্রতি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে।

বাজার স্থিতিশীল রাখতে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা আলী ইমাম মজুমদার।