পুঁজিবাজার দ্রুত সংস্কারে ড. ইউনূসের পাঁচ নির্দেশনা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ মে ২০২৫, ০৬:৪৩ পিএম
পুঁজিবাজার দ্রুত সংস্কারে ড. ইউনূসের পাঁচ নির্দেশনা

দেশের পুঁজিবাজারে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এটিকে সচল রাখার জন্য সুনির্দিষ্ট পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রেস সচিব বলেন, পুঁজিবাজারে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান ও প্রয়োজনীয় সংস্কারে অধ্যাপক ইউনূস পাঁচটি মৌলিক নির্দেশনা দিয়েছেন।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা তাদের বক্তব্য শুনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি খুব শিগগিরই শেয়ার বাজারে সত্যিকার ও অর্থবহ সংস্কার দেখতে পাব।’

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং দেশের পুঁজিবাজারের অংশীদাররা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পুঁজিবাজারের একটি বিস্তৃত চিত্র তুলে ধরেন এবং চলমান প্রচেষ্টা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, গত কয়েক দশকে লুটপাট করে শেয়ার বাজারকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনা পর্যন্ত জনগণের আস্থা ফেরানো যাবে না।

তিনি বলেন, শেয়ার বাজারের যে অবস্থায় আনা হয়েছে তা অকল্পনীয়। ‘আমাদের এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। শেয়ার বাজারে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে—যাতে এটি এমন একটি অবস্থায় ফিরে আসে যেখানে, মানুষের আস্থা ফিরবে ও এটি লুটেরাদের আড্ডাস্থলে পরিণত না হয়।’

পাঁচটি নির্দেশনা

১. সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানিতে সরকারের শেয়ারধারণ কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

২. খাতের বৃহৎ দেশীয় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

৩. স্বার্থান্বেষীদের কারসাজি রোধে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কারের জন্য বিদেশি বিশেষজ্ঞদের নিয়োগ।

৪. পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

৫. ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমাতে এবং বন্ড ও ইকুইটির মাধ্যমে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের জন্য বৃহৎ ঋণের প্রয়োজন—এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে ব্যবস্থা নেওয়া।