স্বর্ণের দামে নতুন রেকর্ড

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ মার্চ ২০২৫, ১১:৫৭ পিএম
স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন দামের ফলে ২২ ক্যারেটের স্বর্ণে ভরিপ্রতি ১ হাজার ১৫৪ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৮০৫ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল (২৬ মার্চ) থেকে ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকায় বিক্রি হবে।

এর আগে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা, যা ফেব্রুয়ারিতে নির্ধারিত হয়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম।