মাদরাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন


নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রকে বলাৎকারের দায়ে আব্দুর রহিম কালু নামে এক মাদরাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নারী শিশু আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া বলেন, ‘২০২১ সালের ১৮ মে বড়াইগ্রাম উপজেলার তালসো গ্রামের আল জামিয়া মাদরাসার শিক্ষক কালু ওই ছাত্রকে বাড়ি থেকে ডেকে স্থানীয় একটি ভবনের ছাদে নিয়ে বলাৎকার করে বাড়ির সামনে ফেলে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি বলেন, এ ঘটনায় ছাত্রের বাবা আব্দুস সামাদ বাদি হয়ে মামলা করলে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ (বুধবার) এ রায় দেন।
এছাড়া ওই শিক্ষককে জরিমানা করা ৫০ হাজার টাকা ভিকটিম ছাত্রকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।