নাটোর জেলা বিএনপি নেতার বাসায় হামলার অভিযোগ
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউকের বাসায় হামলা চালিয়েছে দুবৃত্তরা। এ সময় বাসভবনকে লক্ষ্য করে এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকার বাসায় মোটরসাইকেলে করে হামলা চালায় দুর্বৃত্তরা।
মিজানুল হক ডিউক বলেন, হামলায় তার বাসার জানালার কাঁচ এ এসি ক্ষতিগ্রস্ত হয়।তবে তিনি সহ বাসার সবাই নিরাপদ রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ দয়েরের পরামর্শ দিয়েছেন।
তবে ডিউক জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় নেতাদরে সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবেন।