কধুরখীল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম
কধুরখীল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরন
ছবি : সংগৃহীত

কধুরখীল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০ ডিসেম্বর ২০২৪ইং কধুরখীল হাজী আমজাদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্টান কধুরখীল ইউনিয়ন বিএনপি'র সভাপতি জনাব কফিল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক জনাব হাজী ইসহাক চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন "দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ" কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডিশনাল পিপি এডভোকেট এম. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কধুরখীল ইউনিয়ন বিএনপির সিনি: সহসভাপতি জনাব জাফর সওদাগর, বোয়ালখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোঃ মহসিন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম চৌধুরী মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোয়ার আলম মেম্বার, সহসভাপতি মোঃ আইয়ুব, মোঃ সেলিম উদ্ধীন, মোঃ শফি সওদাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কধুরখীল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নোঃ সেলিম, যুগ্ম সম্পাদক মোঃ কামাল, মোঃ জামাল, মোঃ ফরিদ, মোঃ হোছাইন, মোঃ বাবলু, যুবনেতা মোঃ আলমগীর, মোঃ ইয়াকুব, মোঃ আলী হোসেন, মোঃ মাহাবুল আলম সানি, মোঃ আরমান, মোঃ মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।

আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর জীবনী নিয়ে বক্তরা স্মৃতিচারন করেন। এডভোকেট এম. আনোয়ার হোসেন বলেন ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিকামী দিশেহারা জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করে দির্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং বাংলাদেশকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উক্ত আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের শারীরিক সুস্থতা কামনায় দোয়া হয়। আলোচনা সভা শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।