হাতকড়া পরে মায়ের জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর
হাতকড়া পরে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন।
মায়ের মৃত্যুতে বুধবার (১১ ডিসেম্বর) বিকালে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এরপর হাতকড়া পরে পুলিশি পাহারায় মায়ের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যান তিনি।
এদিন সকাল ৯টার দিকে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন (৭০) নিজ বাড়িতে মারা যান। তিনি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন।
জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন, জাহাঙ্গীর জানাজায় অংশ নিয়ে মায়ের জন্য মোনাজাত করতে পেরেছে, এতেই আমরা সন্তুষ্ট। তার হাতকড়া পড়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় মানুষ নানা কথা বলছে। তবে আইন তার গতিতে চলুক, এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, গত ১২ নভেম্বর থেকে জাহাঙ্গীর হাজতে রয়েছেন। গত ৫ আগস্ট সংঘর্ষের একটি মামলায় তিনি গ্রেপ্তার হন। মায়ের মৃত্যুর ঘটনায় পুলিশ লাইন্সের একটি টিম তাকে প্যারোলে বাড়িতে নিয়ে যায়।