গাজীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম
গাজীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে ছাত্রদল ও কৃষক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ওই কারখানার সামনে ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিঅ্যান্ডবি সংলগ্ন এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড সোয়েটার কারখানার ঝুট ব্যবসা নিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এসএম পলাশ বুধবার সকালে কারখানা থেকে ঝুট বের করতে যান। এ সময় জেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের লোকজন বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।

এসকিউ সেলসিয়াস লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান জয়নাল আবেদীন জানান, এসকিউ গ্রুপের ঝুট ব্যবসার জন্য স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার জমা দেয়। তাদের মধ্যে থেকে চঞ্চল এন্টারপ্রাইজের মালিক এসএম পলাশকে ওয়ার্ক অর্ডার দেয় কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে বিক্ষুব্ধ হয় অপরপক্ষ।

আবুল কালাম আজাদের লোকজনের দাবি, এসকিউ গ্রুপের মহাব্যবস্থাপক নিয়াজ এলাহী খান মোটা অঙ্কের টাকার বিনিময়ে চঞ্চল এন্টারপ্রাইজকে ওয়ার্ক অর্ডার দিয়েছেন। এর জেরে এ ঘটনা ঘটেছে। এতদিন কারখানা ভালোভাবেই চলছিল। কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে ঝুট বণ্টন না করায় পরিস্থিতি ঘোলাটে হয়েছে।

তবে চঞ্চল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এসএম পলাশ বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাকে ওয়ার্ক অর্ডার দেয়। সে অনুযায়ী বুধবার সকালে ঝুট বের করার জন্য দুটি পিকআপ কারখানায় প্রবেশ করে। সকাল ১০টার দিকে অপরপক্ষের আবুল কালামের লোকজন লাঠিসোঁটা নিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা কারখানার সামনে আমার অফিসে হামলা-ভাঙচুর চালায়। ৮-১০টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল অবেদীন মন্ডল বলেন, ছাত্রদল নেতা এসএম পলাশ এবং কৃষক দল নেতা আবুল কালাম আজাদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক। তবে কারখানায় ভাঙচুরের কোনও ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও সুন্দরভাবে কারখানায় উৎপাদন চলমান আছে।’