ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ২২ সেপ্টেম্বর
বাংলা পোস্ট ডেস্ক
ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে একদফা সরকার পতনের আন্দোলনে বন্ধ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ২২ সেপ্টেম্বর পুনরায় শুরু হতে পারে। আগামী অ্যাকাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রভোস্টদের সঙ্গে এক সভায় সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
এ বিষয়ে বিভাগীয় একজন অধ্যাপক বলেন, আজকের সভায় ২০-২২ তারিখের মধ্যে ক্লাস শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে সিন্ডিকেট মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, আজকের সভায় প্রাথমিক একটি সিদ্ধান্ত হয়েছে। ক্লাস শুরুর নির্দিষ্ট তারিখ আগামী সিন্ডিকেট সভায় জানানো হবে।