তিন দশকের শিক্ষার্থীদের নিয়ে ক্লাব নটরডেমিয়ান্সের লিগেসি নাইট

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ আগস্ট ২০২৫, ০৫:১৪ পিএম
তিন দশকের শিক্ষার্থীদের নিয়ে ক্লাব নটরডেমিয়ান্সের লিগেসি নাইট
ছবি : সংগৃহীত

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গত শ্রক্রবার (২২ আগস্ট) নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে ‘লিগেসি নাইট’ নামক মিলনমেলার আয়োজন করা হয়। ১৯৫৩ সাল থেকে ১৯৮৩ পর্যন্ত তিন দশকের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।  

এ সময় দেশসেরা আইনজ্ঞ ড. কামাল হোসেন, ফরচুনা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম, অগ্রনী ব্যাংকের চেয়ারম্যান নাসের বখতিয়ার, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এ এস এম শহিদুল্লাহ খান বাদল, বিটিআই এর ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুর রহমান খান, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মানাম আহমেদ, সাবেক মন্ত্রী এম এ সাত্তার এবং ক্লাব নটরডেমিয়ান্স প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব:) রেফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। এসময় নির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং কলেজের বিভিন্ন ব্যাচের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। শতাধিক প্রাক্তন নটরডেমিয়ান এর স্বর্তস্ফুত উপস্থিতিতে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠেছিল। 

অতিথিদের বক্তব্যে নটরডেম কলেজের বিভিন্ন ব্যাচের সিনিয়র এবং জুনিয়র মধ্যে যে ভাতৃত্ববোধের যে শিক্ষা আমরা কলেজ জীবনে শিক্ষালাভ করেছি তার ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সমাজের জন্য কল্যাণকর কাজে নটরডেমিয়ানদের আরো ব্রতী হওয়ার বিষয়ে আলোচনায় প্রাধান্য পায়।