জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে ছাত্রলীগের ব্লকে মিললো বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-মদের বোতল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের ব্লক তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছে হল প্রশাসন।
মঙ্গলবার (১৩ আগস্ট) ছাত্রলীগের ব্লকে অস্ত্র আছে সন্দেহে তল্লাশি চালানোর দাবি তোলেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এরপর দুপুর দেড়টা থেকে হল প্রশাসনের নেতৃত্বে অস্ত্র উদ্ধারে নামেন তারা।
তল্লাশি শুরু করলে পলিটিক্যাল ব্লকের প্রতিটি রুম থেকে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কাটারিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, মদের বোতল পাওয়া গেছে । অভিজান শেষে উদ্ধার অস্ত্র হল প্রশাসনের কাছে জমা দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী সিফাত বলেন, ‘১৫ আগস্ট পরাজিত শক্তি সন্ত্রাসী ছাত্রলীগ আমাদের হলে হামলা করতে পারে—এই আশঙ্কা হল প্রশাসনের নেতৃত্বে আমরা রুমগুলোতে অভিযান পরিচালনা করেছি। আমরা যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছি, এ থেকেই প্রমাণিত হয় ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন।’
হলের প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। এরআগে রোববার (১১ আগস্ট) শিক্ষার্থীদের তোপের মুখে হলের প্রাধ্যাক্ষ, ওয়ার্ডেন ও হাউজ টিউটররা পদত্যাগ করেন।
তার আগে বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।