এবার দল থেকেই বাদ সালাহ

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
এবার দল থেকেই বাদ সালাহ

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে এই সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে কোচ আর্নে স্লট এবং ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করার ফলেই এই মিশরীয় তারকার উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন-এর খবর অনুযায়ী, কোচের উপর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের পরই সালাহকে সাময়িকভাবে মূল স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।

শনিবার লিডসের বিপক্ষে লিগের ম্যাচে ৩-৩ গোলে ড্র হওয়ার পর পুরোটা সময় বেঞ্চে কাটান সালাহ। ম্যাচ শেষে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অভিযোগ করেন যে তার ওপর অহেতুক ‘দোষের বোঝা’ চাপানো হচ্ছে। তার এই মন্তব্য ক্লাব মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ আর্নে স্লট স্পষ্ট করে জানান যে সালাহর মন্তব্য তাকে বিস্মিত করেছে। তবে তিনি পরিস্থিতি শান্তভাবে সামলাতে চান।

স্লট বলেন, ‘তিনি কেন এমন অনুভব করছেন, সেটা একমাত্র সালাহ নিজেই বলতে পারবেন। আমরা শুধু তাকে জানিয়েছি—ইন্টার ম্যাচে তিনি দলে নেই। এর পরের সিদ্ধান্ত ম্যাচ শেষে। আমি সবসময়ই বিশ্বাস করি, যেকোনো খেলোয়াড়ের জন্য ফিরে আসার দরজা খোলা থাকে। এখন আমাদের মনোযোগ শুধু ইন্টার ম্যাচে।’

সোমবার সকালে প্রথম দলের সঙ্গে সালাহ অনুশীলন করলেও, তাকে সান সিরো যাত্রার জন্য নির্বাচিত করা হয়নি।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহ ১৩ ম্যাচে মাত্র চারটি গোল করেছেন। যদিও ক্লাবের অন্য ফরোয়ার্ডদের পারফরম্যান্সও খুব একটা সন্তোষজনক নয়। এই পরিস্থিতিতে একজন তারকা খেলোয়াড়কে টানা বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

এদিকে, লিভারপুলও বর্তমানে ছন্দহীনতায় ভুগছে। শেষ ১৫টি ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র চারটি। এমন খারাপ পারফরম্যান্স সত্ত্বেও কোচ স্লট এখনো ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের আস্থা ধরে রেখেছেন। চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে লিভারপুল বর্তমানে ১৩তম স্থানে রয়েছে। নকআউট পর্বে নিজেদের আশা টিকিয়ে রাখতে ইন্টার মিলানের মাঠ থেকে পয়েন্ট ছিনিয়ে আনা অল রেডসদের জন্য অত্যাবশ্যক।

বিপি/এনএ