জাহানারা ইস্যুতে যা জানাল বিসিবি

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
জাহানারা ইস্যুতে যা জানাল বিসিবি
নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। ছবি- সংগৃহীত

জাতীয় দলের সাবেক নারী ক্রিকেটার জাহানারা আলমের তোলা যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে অবশেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে জানিয়েছে তারা।

জাহানারার অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। তদন্ত প্রতিবেদন ১৫ দিনের ভেতর জমা দেওয়ার জন্যও সময় বেঁধে দিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও বোর্ড হাতে পায়নি সেই তদন্ত রিপোর্ট।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রতিবেদন হাতে পাওয়ার জন্য বাড়তি সময় লাগবে বলে জানিয়েছে বোর্ড।

বিবৃতিতে বিসিবি জানায়, সম্পূর্ণ এবং সুসংগঠিত পর্যালোচনা নিশ্চিত করার জন্য প্রাক্তন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, যিনি প্রধান অভিযোগকারী, তাকে স্বাধীন তদন্ত কমিটিকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ প্রদান করার জন্য বলা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি তার আনুষ্ঠানিক বিবৃতি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। তাই স্বাধীন তদন্ত কমিটির সময়সীমা ১৫ কার্যদিবসের জন্য বাড়ানো হয়েছে। এখন রিপোর্টটি ২০ ডিসেম্বরের মধ্যে আশা করা হচ্ছে। বিসিবি একটি ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন জাহানারা আলম। সাবেক এই ক্রিকেটার জাহানারাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।

জাহানারা আরও বলেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোনো প্রতিকার পাননি।

সংবাদমাধ্যমে এসব তথ্য প্রকাশের পর নড়েচড়ে বসে বিসিবি। জাহানারার অভিযোগ আমলে নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ দিনের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।

বিপি/আইএইচ