হেসে খেলে সিরিজ জিতল টাইগাররা

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
হেসে খেলে সিরিজ জিতল টাইগাররা
মারকুটে ফিফটির ইনিংস খেলে অপরাজিত ছিলেন তানজিদ তামিম। ছবি- সংগৃহীত
সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেও পরের ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। যেখানে ব্যাটে-বলে আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ জিতল টাইগাররা।
 
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে জয় পায়। দুই উইকেট হারিয়ে ও ৩৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। মারকুটে ফিফটির ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম।

রান তাড়ায় ওপেনিংয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ তামিম ও সাইফ হাসান। প্রথম ৪ ওভারে দুজনের জুটি ৩৮ রান সংগ্রহ করে। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করে সাইফ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর লিটন দাসও ৬ বলে ৭ রানে ক্যাচ দিয়ে আউট হন। তবে তানজিদ তামিম ক্রিজ ধরে রাখেন। তার সঙ্গে তৃতীয় উইকেটে যোগ দেন পারভেজ হোসেন ইমন। দুজনের ৭৩ রানের অপরাজিত জুটিতে ৬.২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

তানজিদ তানিম ৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৫ রান অপরাজিত থাকেন। পারভেজ ইমন ২৬ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৩ রান করেন অপরাজিত। আয়ারল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট নেন হ্যারি টেক্টর ও ক্রেইগ ইয়াং।

এর আগে আয়ারল্যান্ড টস জিতে ব্যাট করে ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন পল স্টার্লিং (২৭ বল, ৫ চার, ১ ছক্কা)। এছাড়া জর্জ ডকরেল ২৩, টিম টেক্টর ১৭ ও গ্যারেথ ডিলানি ১০ রান করেন।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১১ রানে ৩ উইকেট নেন। রিশাদ হোসেন ৪ ওভার বল করে ২১ রানে সমান উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম ২টি, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।

এ ম্যাচে পাঁচটি ক্যাচ ধরে আন্তর্জাতিক রেকর্ডে নাম লিখিয়েছেন তানজিদ তামিম। এটি পূর্ণ সদস্য দেশের মধ্যে একজন বাংলাদেশি ফিল্ডারের প্রথম কীর্তি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ৩৯ রানে জয়ী হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে সমতা ফেরায় বাংলাদেশ। শেষ ম্যাচে ৮ উইকেটে জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের নামে করে নিল লিটন দাসের দল।
 
বিপি/আইএইচ