মুশফিককে ১ কোটি লাগলেও প্রস্তুত ছিল রাজশাহী

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
মুশফিককে ১ কোটি লাগলেও প্রস্তুত ছিল রাজশাহী
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

এবারের বিপিএল নিলামে দেশের সকল তারকা ক্রিকেটারই দল পেয়েছেন। শুরুতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন অবিক্রিত। পরে ভিত্তিমূল্যে রিয়াদকে রংপুর রাইডার্স এবং মুশফিককে রাজশাহী ওয়ারিয়র্স দলে নেয়। ১ কোটি টাকা লাগলেও তাকেই দলে টানতেন বলে জানালেন কোচ হান্নান সরকার। 

রাজশাহী কোচ হান্নান সরকার জানালেন, মুশফিককে দলে আনার জন্য ১ কোটি টাকা খরচ করতেও প্রস্তুত ছিলেন। তিনি বলেন, ‘প্রাথমিক পরিকল্পনায় মুশফিক ছিল না। নিলামে সব সময় নিজের মতো করে দল সাজানো সম্ভব হয় না। তাই বলা ঠিক হবে না যে শুরু থেকেই মুশফিক পরিকল্পনার অংশ ছিল।’

তিনি আরও বলেন, ‘যখন দেখলাম আমাদের মূল পরিকল্পনা সফল হচ্ছে না এবং মুশফিককে পাওয়ার সুযোগ রয়েছে, তখন আমি পরবর্তী ধাপগুলোতে কাজ শুরু করি। ওই সময়ে যেসব খেলোয়াড় পাওয়া যাচ্ছিল, তাদের মান মুশফিকের সঙ্গে তুলনীয় ছিল না। তাই আমি অপেক্ষা করেছিলাম এবং মুশফিককে দলে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

শেষে তিনি যোগ করেন, ‘নিলামের শেষ মুহূর্তে মুশফিকের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করতে প্রস্তুত ছিলাম। সবারই বাজেট বাকি ছিল, তাই আমি আমার সব টাকা খরচ করতে পারতাম। সৌভাগ্যবশত কম দামে মুশফিককে দলে আনার সুযোগ পেয়েছি।’

বিপি/এস